বুধবার , ২৭ জুলাই ২০১৬ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রিও অলিম্পিকে নেই ফেদেরার

Paris
জুলাই ২৭, ২০১৬ ১:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

হাঁটুর চোটের কারণে রিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন রজার ফেদেরার। শুধু রিও অলিম্পিক নয়, বাকি মৌসুমেই আর কোর্টে নামতে পারবেন না ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী এই সুইস টেনিস তারকা।

 

এ বছরের ফেব্রুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন ফেদেরার। পরে পিঠের চোটে ফ্রেঞ্চ ওপেনটা খেলতে পারেননি। উইম্বলডনে খেলতেও বেশ ধকল পোহাতে হয়েছে।আর এবার রিও অলিম্পিক থেকে ছিটকেই গেলেন। অলিম্পিকে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারবেন না ভেবে ভীষণ হতাশ ৩৪ বছর বয়সি টেনিস তারকা।

 

ফেদেরার মঙ্গলবার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘খুব হতাশার সঙ্গে জানাচ্ছি, রিওতে সুইজারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব না। এমনকি গোটা মৌসুমেই আর খেলতে পারব না আমি। হাঁটুর চোট সারাতে আমার আরো বড় রিহ্যাবের প্রয়োজন।’

 

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা