বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৮.৬০ শতাংশ

Paris
জানুয়ারি ২৬, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

মৃত ওই ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ।

এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে রাজশাহী জেলার ৫ ৮৭ টি নমুনা পরীক্ষায় জনের শরীরে করোনা ধরা পড়েছে। তারা সকলেই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ। একইদিনে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫২ টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা ধরা পড়ে। এ জেলার পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৩দশমিক ০৭শতাংশ।

অন্যদিকে, ১০৪ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত রোগীর ভর্তি রয়েছে ৩৪ উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি এমন ভর্তি ২ জন রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৮জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন।

সর্বশেষ - রাজশাহীর খবর