শনিবার , ১ জানুয়ারি ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আরো তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করলো জার্মানি

Paris
জানুয়ারি ১, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ

আরো তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে জার্মানি। জলবায়ু পরিবর্তন রোধে নেয়া পরিকল্পনার অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে ইউরোপের এই দেশটি।

গতকাল শুক্রবার পরমাণু বিদ্যুৎকেন্দ্র তিনটি বন্ধ করা হয়।

এর আগে জার্মান সরকার জানিয়েছিল, ছয়টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে তারা তিনটি কেন্দ্র বন্ধ করে দেবে। বাকিগুলোও দ্রুত বন্ধ করা হবে। গতকাল বন্ধ করার আগে তিনটি স্থাপনা থেকে ৪.২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো যা দেশের মোট বিদ্যুৎ চহিদার শতকরা ১২ ভাগ। জার্মানির মোট চাহিদার ৪১ শতাংশ পূরণ হয় নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে। আর গ্যাস থেকে আসে ১৫ ভাগ এবং কয়লাভিত্তিক প্রকল্প থেকে আসে ২৮ শতাংশ বিদ্যুৎ।

২০০২ সালে সাবেক মধ্য-বামপন্থি চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের সময় প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। সে সময় তার সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে পা বাড়ায়।

ভূমিকম্প ও সুনামির কারণে ২০১১ সালে জাপানের ফুকুশিমার পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বিপর্যয়ের ঘটে। এরপর তৎকালীন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক