বুধবার , ২৯ ডিসেম্বর ২০২১ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

Paris
ডিসেম্বর ২৯, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় দুই দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মেলার উদ্বোধন করা হয়।

বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের বিজয় মঞ্চে পুরুস্কার বিতরণীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।

বিজ্ঞান মেলায় উপজেলার ৫টি কলেজসহ মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে। এরমধ্যে প্রথমস্থান অধিকার করে আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের স্টল পরিচালনার দায়িত্বে ছিল দশম শ্রেণির শিক্ষার্থী অবণী, মেধা, সচ্ছ, আবু, ফারহান, সিজান, ছানাউল, রাসেল, জয়, শামিম। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক জাহিদ হোসেন ও হাবিবুর রহমান।

মেলায় দ্বিতীয় স্থান অধিকার করে বাঘা ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করে কাদিরপুর উচ্চ বিদ্যালয়।

জেএ/এফ

 

সর্বশেষ - রাজশাহীর খবর