রবিবার , ২৬ ডিসেম্বর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় মেম্বার প্রার্থীর ফলাফল বিপর্যয় হওয়ায় আ.লীগ নেতাকে মারপিট

Paris
ডিসেম্বর ২৬, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন নির্বাচনে ভোট গ্রহণ শেষে মেম্বর প্রার্থীর সমর্থকরা আ.লীগ নেতা এনামুল হককে মারপিট করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) ভোট গ্রহণ শেষে আড়ানী ইউনিয়নের ঝিনা ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। তারপর গনণা শেষে ফলাফল ঘোষণা করা হচ্ছিল। এ সময় আড়ানী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক দাঁড়িয়ে ছিল। মেম্বর প্রার্থী আতিকুর রহমানের ফলাফল বিপর্যয় হয়। সাথে সাথে তারা এনামুল হকের উপর ক্ষিপ্ত হয়ে মারপিট শুরু করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। এই ওয়ার্ডে মেম্বর হিসেবে বিজয়ী হয়েছেন কালাম মন্ডল। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক হাজার ৩০১ জন।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ভোটের ফলাফলের সময় মারপিটের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে অবশ্যই আইনী ব্যবস্থা নেওয়া হবে।

স/রি

সর্বশেষ - রাজশাহীর খবর