মঙ্গলবার , ২৬ জুলাই ২০১৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অস্ত্রধারী শিবির ক্যাডার জসিমসহ আটক ৩১ জন

Paris
জুলাই ২৬, ২০১৬ ৮:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মহানগর ছাত্র শিবিরের সভাপতি অস্ত্রধারী জসিম উদ্দিনসহ মোট ৩১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর ০৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।

এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিনকে (২৯) একটি বন্দুকসহ আটক করে।

অন্যদিকে শিবিরকর্মী হুসেন আলী(২৬),ও জামায়াতকর্মী আবু হাসানকে (৪৬) আটক করা হয়।

রাজপাড়া থানা পুলিশ গুলজারবাগ উচ্চ বিদ্যালয়ের সামনে হতে ২৩ পিচ ইয়াবাসহ ফয়সাল আলীকে (২৪) এবং ২০০ গ্রাম গাঁজাসহ চারমাজারদিয়ার এলাকা হতে আলাউদ্দিনকে (৫০) আটক করে।

শাহমখদুম থানা পুলিশ বিমানবন্দর প্রধান গেটের সামনে হতে ১৭ পিচ ইয়াবাসহ কামাল হোসেনকে (২৮) আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর