শুক্রবার , ৫ নভেম্বর ২০২১ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরমাণু আলোচনায় থাকবো, পিছু হটবো না: ইরানের প্রেসিডেন্ট

Paris
নভেম্বর ৫, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আমরা পরমাণু ইস্যুতে আলোচনার টেবিল ছাড়ব না। তবে ইরানের স্বার্থ রক্ষার খাতিরে আমরা কোনোভাবেই পিছু হটবো না। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রংটার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, পরমাণু চুক্তি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনায় বসছে ইরান। চলতি বছরের ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বৈঠক হবে।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস জানিয়েছে, ভিয়েনায় বৈঠকে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের (জেসিপিওএ) যৌথ কমিশন অংশ নেবে। আলোচনায় সভাপতিত্ব করবেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের পক্ষে এনরিক মোরা।

জানা গেছে, পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান নিজেদের পরমাণু কার্যক্রমে লাগাম টানলে এ নিয়ে সামনে এগোবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তারা বলছে, ইরান আন্তরিক থাকলেই চুক্তি সম্ভব।

চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি ইরানের পক্ষ থেকে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী আলী বাঘেরি। তিনি আসন্ন পরমাণু আলোচনায় ইরানের নেতৃত্ব দেবেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, এনরিক মোরার সঙ্গে এক ফোনালাপে আলোচনার দিনক্ষণ ঠিক করা হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক