মঙ্গলবার , ২৬ জুলাই ২০১৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মুরালির বিরুদ্ধে লঙ্কান বোর্ডের অভিযোগ

Paris
জুলাই ২৬, ২০১৬ ১১:২৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

পাল্লেকেলেতে আজ প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য লঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

 

তবে অস্ট্রেলিয়া দলের পরামর্শক হওয়ার পর নিজ দেশের ক্রিকেট কর্তাদের সঙ্গে কিছুটা বিবাদে জড়িয়ে পড়লেন মুরালি। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড(এসএলসি)। মুরালির বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়া দলের অনুশীলন মাঠ ব্যবহার করা নিয়ে শ্রীলঙ্কা দলের বর্তমান ম্যানেজার চারিথ সেনানায়েকের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়েছেন মুরালি। এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অভিযোগও করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

 

লঙ্কান বোর্ড সভাপতি সুমাথিপালা সাংবাদিকদের বলেন, ‘মুরালির আচরণ অগ্রহণযোগ্য এবং বিষয়টি আমরা অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের নজরে এনেছি।’

 

তবে নিজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুরুলির বক্তব্য, ‘চারিথ আমার বিরুদ্ধে গণমাধ্যমের কাছে বলেছে আমি নাকি অস্ট্রেলিয়ার স্পিনারদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে পিচের ঘাস কেটেছি। কিন্তু এটা সত্য নয় আমি তার সঙ্গে দেখা হওয়ার পরই এনিয়ে  প্রশ্ন করেছিলাম। আমরা একসঙ্গে একসময় খেলেছি এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে। জানি না সে কেন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।’

 

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা