রবিবার , ১০ অক্টোবর ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘টি-টোয়েন্টির কারণে টেস্টের আকাশে আজ ঘন কালো ছায়া’!

Paris
অক্টোবর ১০, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ

ক্রিকেটের ফরম্যাট নিয়ে বিশ্ব এখন মোটামুটি দুই ভাগ। ক্ল্যাসিক ঘরানার ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটকে ধরে রাখতে চান। আরেকদল অশৈল্পিক কিংবা বাণিজ্যিক কারণে টেস্ট বন্ধ করে টি-টোয়েন্টিতে জোর দিতে বলেন। টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা সারা বিশ্ব জুড়ে এতটাই বেশি যে ক্রিকেটের আদিতম ফরম্যাট টেস্ট ক্রিকেটের নাভিঃশ্বাস উঠে গেছে। সাবেক কিংবদন্তি অজি ক্রিকেটার ইয়ান চ্যাপেলের মতে, টি-টোয়েন্টির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে টেস্ট ক্রিকেট।

চ্যাপেলের মতে, টি-টোয়েন্টি ক্রিকেট যেহেতু স্বল্প সময়ের খেলা, স্বাভাবিকভাবেই টেস্টের থেকে অনেকটা এগিয়ে থাকছে। এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমিরাতে কিছুদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। আশা করি তারপর অ্যাশেজ সিরিজটাও অনুষ্ঠিত হবে। দুই বোর্ডের দর কষাকষির প্রধান কারণ অবশ্যই করোনা মহামারি। তবে এত বেশি করে এখন টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা হচ্ছে, যার ফলে টেস্ট ক্রিকেটের আকাশে ঘন কালো ছায়া ঘনিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘একাধিক দেশকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হতে মাত্র কয়েক দিন সময় প্রয়োজন। ফলে এই অস্থির সময়ে দাঁড়িয়ে টেস্টের থেকে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দর কষাকষি করাটা অনেক সহজ। স্বল্প সময়ের খেলা বলে বিভিন্ন নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর কাছে এই ফরম্যাটের গ্রহণযোগ্যতা টেস্টের থেকে অনেক বেশি। সেই কারণেই আমরা ওমান, পাপুয়া নিউগিনির মতো দেশগুলোকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে দেখছি। টেস্টের তুলনায় এই ফরম্যাটে পয়সাও অনেক বেশি। ফরম্যাটটি সেই কারণে বেশ জনপ্রিয়ও।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা