বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পোর্তোর বিপক্ষে গোল উৎসব করল লিভারপুল

Paris
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৯:৩০ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে রীতিমত গোল উৎসব করল ইংলিশ ক্লাব লিভারপুল।

মঙ্গলবার দিবাগত রাতে পোর্তোকে তাদেরই মাঠে হারিয়েছে ৫-১ গোলে হারায় ইংলিশ ক্লাবটি। বিজয়ী দলের হয়ে দুটি করে লক্ষ্যভেদ করেছেন মোহাম্মদ সালাহ ও রবের্তো ফিরমিনো। অন্যটি করেছেন সাদিও মানে।

প্রতিপক্ষের মাঠে মোহাম্মদ সালাহ ১৮ ও ৬০ মিনিটে গোল দুটি করেন। তার জায়গায় বদলি নেমে ফিরমিনো ৭৭ ও ৮১ মিনিটে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। মাঝে সাদিও মানে ৪৫ মিনিটে লক্ষ্যভেদ করেন। তারেমি ৭৪ মিনিটে পোর্তোর হয়ে একমাত্র গোল শোধ দেন।

এদিকে, ইন্টার মিলান ও শাখতার দোনেক্সের ম্যাচ গোল শূন্য ড্র দিয়ে শেষ হয়েছে। এছাড়া বরুশিয়া ডর্টুমন্ট ১-০ গোলে স্পোর্টিং সিপিকে, ক্লাব ব্রুজ ২-১ আরবি লিপিজিগকে ও আয়াক্স ২-০ গোলে বেসিকতাসকে হারিয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা