মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইনজুরি মুক্ত হয়ে আগামী মৌসুমে ফিরছেন ফেদেরার

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২১ ৯:১১ অপরাহ্ণ

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে এখনও টেনিস কোর্টে রাজত্ব করেন রজার ফেদেরার। কিন্তু দীর্ঘদিন ধরেই ইনজুরি তাকে খুব ভোগাচ্ছে। সুখবর হলো, হাঁটুর অস্ত্রোপচারের পর আগামী মৌসুমে খেলতে দেখা যেতে পারে রজার ফেদেরারকে। চোটের কারণে জুলাইয়ে উইম্বলডনের পর তিনি আর কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ৪০ বছর বয়সী ফেদেরার।

এক বিবৃতিতে ফেদেরার বলেছেন, ‘এখনও আমার পুনর্বাস প্রক্রিয়া চলছে। কিছুটা সুস্থ বোধ করছি। গত মৌসুমে যেমনটা আশা করেছিলাম তেমন হয়নি। চোট থাকাকালীন সময়টা খারাপ গিয়েছিল। তবে এখন তা কেটে গেছে। সামনের দিকে তাকাতে চাই। ধাপে ধাপে উন্নতি করতে চাই। ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম জেতা অসম্ভব নয়, তবে নিজের শক্তিকে সঠিক ভাবে ব্যবহার করতে জানতে হয়। সেই কারণেই এই রেকর্ড গড়া খুব কঠিন।’

এ মৌসুমে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ ছিল নোভাক জোকোভিচের সামনে। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতার পর ইউএস ওপেনের ফাইনালে উঠলেও দানিল মেদভেদেভের বিপক্ষে স্ট্রেট সেটে হারেন তিনি। ফলে তার ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যামের স্বপ্নভঙ্গ হয়। ফেদেরার বলেন, ‘আমার মনে হয় আবারও জোকোভিচ এই কীর্তি গড়তে পারে। আমি, রাফায়েল নাদাল আর জোকোভিচ এই তিন জনেই ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যামের খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। তবে কেউই লক্ষ্যে পৌঁছতে পারিনি।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - রাজশাহীর খবর