শুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

Paris
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১১:০২ পূর্বাহ্ণ

দৈনিক সমকালের কসবা উপজেলা সংবাদদাতা মো. সোলেমান খানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কসবা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিকরা অভিযোগ করেন, সমকালে একটি সংবাদ প্রকাশের জের ধরে গত ৪ সেপ্টেম্বর রাতে প্রথমে ‘আমার সংবাদ’ পত্রিকার প্রতিনিধি ভজন শংকর আচার্য্যের কাছে ও পরে মোবাইল ফোনে সোলেমান খানকে প্রাণনাশের হুমকি দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ অবস্থায় সোলেমান খান শঙ্কার মধ্যে আছেন।

এদিকে, প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘সাংবাদিক সোলেমান খান উপজেলা আওয়ামী লীগেরও সদস্য। ওনার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ভজন আচার্য্যের সঙ্গে কথা বলি। এরপর সোলেমান খান নিজেই আমাকে ফোন করে গালাগাল করলে আমি প্রতিউত্তর দেই।’

প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান  হোসেন পলা, দৈনিক সংবাদ প্রতিনিধি মুন্সী রুহুল আমিন টিটু, সমকাল সংবাদদাতা মো. সোলেমান খান প্রমুখ।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়