সোমবার , ২৫ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গিবাদের নীলনকশাকারীদের তথ্য হাতে এসেছে’

Paris
জুলাই ২৫, ২০১৬ ৮:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গিবাদের নীলনকশাকারীদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে চলে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘জঙ্গিবাদের নীলনকশাকারীদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাংলাদেশ। ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ড থেকে শুরু করে সর্বশেষ গুলশান ও শোলাকিয়া হামলা- একই গোষ্ঠীর চিন্তা থেকে হয়েছে।’

তিনি বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত, তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। প্রতিদিন নতুন করে চ্যালেঞ্জ আসছে। গুলশান ট্র্যাজেডির পরপরই শোলাকিয়া ট্র্যাজেডি ঘটেছে। এ দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সবগুলো হত্যাকারী নিরাপত্তাবাহিনী চিহ্নিত করেছে।’

এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘যে ঘটনা গুলশানে ঘটল, সেই ঘটনায় অবাক হলাম। কিছু তরুণ যারা সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত, এরা একটা ভিন্ন মোটিভ নিয়ে এসেছে। এগুলো উদঘাটন করা হয়েছে।’

তিনি বলেন, ‘কোনো ধর্মে মানুষ হত্যা করার স্থান নেই। জাতি ঐক্যবদ্ধ হয়েছে। অপেক্ষা করুন, দেখতে পাবেন- কারা ওইসব ষড়যন্ত্রকারী।’

সূত্র: রাইজিংবিড

সর্বশেষ - জাতীয়