শুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মধ্যরাতে কবরস্থানে গিয়ে কাঁদলেন শামীম ওসমান

Paris
সেপ্টেম্বর ১০, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ

মধ্যরাতে কবরস্থানে গিয়ে অঝোরে কাাঁদলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় শহরের মাসদাইর এলাকার কবরস্থানে জিয়ারত করার সময় অঝোরে কাঁদেন তিনি। এ কবরস্থানে তার পূর্ব পুরুষদের কবর রয়েছে।

শামীম ওসমান কবর জিয়ারতে এসেছেন কিছু গণধ্যমকর্মী খবর পেয়ে গোরস্থানে এসে ছবি তোলার চষ্টা করলে হাতের ইশারায় তাদের নিষেধ করেন তিনি। জিয়ারত শেষে বলেন, ‘আমি এখানে দোয়া করতে এসেছি। প্রচার নয়, দোয়া চাই। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে।’

শহরের মাসদাইর এলাকার এই কবরস্থানে শামীম ওসমানের বাবা আবুল খায়ের মোহাম্মদ সামসুদ্দোহা, মা নাগিনা জোহা ও বড় ভাই এ কে এম নাসিম ওসমান, দাদা খান সাহেব এম ওসমান আলী ও দাদী জামিলা ওসমানসহ আরও অনেকের কবর রয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়