সাবেক সংসদ সদস্য এবং দেশের বিশিষ্ট শিল্পপতি আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আনোয়ার হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আনোয়ার হোসেন। মৃত্যকালে তিনি চার মেয়ে ও তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাতে আনোয়ার গ্রুপের ফেসবুক পেজে তার মৃত্যুর খবরটি জানানো হয়। আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ১৯৩৮ সালে ঢাকার আলমীগোলায় (লালবাগ) জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন