শনিবার , ১৪ আগস্ট ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

Paris
আগস্ট ১৪, ২০২১ ১০:৩৩ অপরাহ্ণ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৮ মাস পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানির খবরে হিলির খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে মরিচের দাম। বর্তমানে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।

শনিবার দুপুর ১২টার পর ভারত থেকে একটি ট্রাকে প্রায় ১৩ টন কাঁচামরিচ আমদানি হয়।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে; যার জন্য দাম কমতে শুরু করেছে। আমরা আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করেছি। এখন কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে হিলির খুচরা বাজারে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ যুগান্তরকে জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। যার কারণে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বেশি বেশি কাঁচামরিচ আমদানির জন্য এলসি দিয়েছেন। ইতোমধ্যে খুচরা ও পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। অল্প দিনের মধ্যেই দাম আরও  কমবে বলে জানান তিনি।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়