নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট একদিনে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ইউনিটে মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ, ১২ জন উপসর্গ নিয়ে এবং দুইজন করোনা নেগেটিভ হয়েও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
দিকে হাসপাতালে দেওয়া তথ্যচিত্রে দেখা যায়, মৃত ১৯ জনের মধ্যে আইসিউতে দুইজন এবং অন্যান্য ইউনিটে মারা যান ১৭ জন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৬, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ২, পাবনা ৬ ও নওগাঁ ২ জন করে আছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনায় ইউনিটের ৪৫৪ শয্যার বিপরীতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৫০৭ জন। গতকাল বুধবার সকালে এ সংখ্যা ছিল ৫০০ জন। ফলে সুস্থ হয়ে ছুটি নিয়ে বাড়িতে যাওয়া এবং মৃত ১৯ জন ছাড়াও হাসপাতালের করণা ইউনিটে আরও সাতজন রোগী বেশি ভর্তি হয়েছেন।
স/আর