মহারাজের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল সাউথ আফ্রিকা (ভিডিও)

অসহায় আত্মসমর্পণ বললে খুব একটা বেশি বলা হবে বলে মনে হয় না।  কারণ পুরো সিরিজজুড়ে একবারও ২০০ রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। পারল না সিরিজের শেষ টেস্টের শেষ ইনিংসেও। ফলে ম্যাচের হারের সঙ্গে জুটল হোয়াইটওয়াশের লজ্জা।

ওয়েস্ট ইন্ডিজকে শেষ ইনিংসে ৩২৪ রানের লক্ষ্য দিয়েছিল সাউথ আফ্রিকা।  লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিনে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ১৬৫ রানে।

সিরিজজুড়ে ছিল পেসারদের দাপট। এর মধ্যে শেষ ইনিংসে বাঁহাতি স্পিনার কেশভ মহারাজের হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে বলতে গেলে প্রায় একাই ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দেন। ফলে দেশের বাইরে চার বছরেরও বেশি সময় পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা।  আর ৬১ বছর পর টেস্টে হ্যাটট্রিকের দেখা পেলেন দক্ষিণ আফ্রিকার কোনো বোলার।

টস জিতে বোলিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২৯৮ রানে বেঁধে রাখে সাউথ আফ্রিকাকে।

কিন্তু ব্যাটিংয়ে নেমেই বেকায়দায় পড়েন ক্যারিবিয়ানরা।  অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে।

এর পর দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ১৭৪ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩২৪।

সে লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে মাত্র ১৬৫ রানে থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।

ম্যাচের চতুর্থ দিনে ১৫৮ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ আফ্রিকা।

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৬১ রান এবং ৫ উইকেট নেওয়া কাগিসো রাবাদা হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন কুইন্টন ডি কক।