শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা পাহাড়ে অপু মারাক (৪৮) নামে এক উপজাতি কৃষককে পায়ে পিষে মারল বন্যহাতি। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পানিহাটা ফেকামারী এলাকায় বন্যহাতির দল পাহাড় থেকে লোকালয়ে নেমে গাছের কাঁঠাল সাবাড় করতে থাকে। এ সময় স্থানীয় কয়েকশ’ মানুষ মশাল, টর্চলাইট, সাইরেন বাজিয়ে হাতির দলকে প্রতিহত করার চেষ্টা করছিলেন।
একপর্যায়ে হাতির দলটি তাড়া খেয়ে গভীর অরণ্যের দিকে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে দলছুট একটি হাতি সবার পেছনে থাকা অপু মারাককে শুঁড় দিয়ে পেঁচিয়ে শূন্যে তুলে মাটিতে ফেলে পায়ের তলায় পিষ্ট করে হত্যা করে। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। বর্তমানে হাতির দলটি ওই এলাকার পাহাড়ের জঙ্গলে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বন বিভাগ ও ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকাসহ বন কর্মকর্তারা।