নিজস্ব প্রতিবেদক:
শহীদ কামারুজ্জামান ও জাহানার জামান ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ঈদ উপহার পেলো রাজশাহী কলেজের ২০৫ জন কর্মচারী। বৃহস্পতিবার রাজশাহী কলেজ চত্বরে সিটি মেয়রের পক্ষে কর্মচারীদের হাতে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ তুলে দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
রাজশাহী কলেজের নিম্ন আয়ের ২০৫ কর্মচারীকে প্রদান করা ঈদ উপহার সামগ্রীতে আছে, ৮ কেজি চাল, পোলাও চাল ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, ৫০০ গ্রামের ১ প্যাকেট সেমাই।
ঈদ উপহার বিতরণকালে প্রফেসর হবিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শে মেয়র মহোদয় রাজশাহী মহানগরীর ২০ হাজার গরীব-অসহায় ব্যক্তিকে ঈদ উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবেই সকল জনপ্রতিনিধিরা নিজেদের দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়ালে কেউ খাদ্য সংকটে থাকবে না।
এ সময় রাজশাহী কলেজের সহযোগী আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান মানিক ও সহযোগী অধ্যাপক মানিক মৃধা উপস্থিত ছিলেন।