বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে “A Simple Discussion of Regression Diagostics”সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর কাজলায় অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 
সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বল স্টেট বিশ্ববিদ্যালয়ের ম্যাথম্যাটিক্যাল সাইন্সের প্রফেসর ড. এ.এইচ.এম রহমাতুল্লাহ ইমন। তিনি তাঁর বক্তৃতায় সহজ ভাষায় রিগ্রেশন ডায়াগনস্টিকের বিভিন্ন দিক তুলে ধরেন এবং অর্থনীতিতে এগুলোর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন।

সেমিনারে অংশগ্রহণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, রেজিস্ট্রার শামীম আহসান পারভেজ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম এবং সমাজ বিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 
এছাড়াও সেমিনারে অর্থনীতি বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স/শ