সোমবার , ২২ মার্চ ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির কাতল

Paris
মার্চ ২২, ২০২১ ১:৪০ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। এক হাজার ২৬০ টাকা কেজি দরে ২১ হাজার ৪২০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

রোববার গভীর রাতে রফিক মাদবর নামের এক জেলের জালে ওই কাতল মাছটি ধরা পড়ে।

জানা যায়, রোববার গভীর রাতে মাঝ পদ্মার লৌহজং উপজেলার শরীয়তপুর টার্নিং পয়েন্ট এলাকা থেকে জেলে রফিক মাছটি ধরেন। তিনি মাছটি মাওয়া  মৎস্য ব্যবসায়ী মো. জুয়েল মিয়ার কাছে ২১ হাজার ৪২০ টাকায় বিক্রি করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বলেন, নদীতে এখন মাঝেমধ্যে বড় ধরনের মাছ পাওয়া যাচ্ছে। তবে ১৭ কেজির এত বড় কাতল খুব একটা ধরা পড়ে না।

জেলে রফিক মাদবর বলেন, গভীর রাতে জাল ফেলার কিছু সময় অপেক্ষা করি। হঠাৎ জালে জোরে ধাক্কা অনুভব করি। তখনই বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখি বড় একটি কাতল মাছ। মাওয়া আড়ত ঘাট এলাকার মাছ ব্যবসায়ী জুয়েল এক হাজার ২৬০ টাকা কেজি দরে ২১ হাজার ৪২০ টাকায় মাছটি কিনে নেন।

 

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়