শনিবার , ২৪ ডিসেম্বর ২০১৬ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাড়িটিতে এখনো তিন জঙ্গি : ডিএমপি কমিশনার

Paris
ডিসেম্বর ২৪, ২০১৬ ১১:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনউজ ডেস্ক :

রাজধানীর দক্ষিণখান থানা এলাকার আশকোনা হাজি ক্যাম্পসংলগ্ন বাড়ির নিচতলায় এখনো তিন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করা বাড়িটির সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটি) জানতে পারে, দক্ষিণখানের ৫০ নম্বর বাড়ির ভেতর জঙ্গি আছে। এর পর গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ওই বাড়ির চার দিক ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএমপি কমিশনার জানান, সিটির কাছে তথ্য ছিল, জঙ্গিদের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন গোলাবারুদ, অস্ত্র ও অন্যান্য বিস্ফোরক দ্রব্যাদি ছিল। সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জঙ্গিদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছিল। পরে যোগাযোগ করে জানা যায়,  ওই বাড়ির ভেতর সাত জঙ্গি আছে।

ডিএমপি কমিশনার জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই সাতজনের মধ্যে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাদের ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মসমর্পণের সময় তারা একটি পিস্তল ও ছয়টি গুলি পুলিশের হাতে দিয়েছে। এখনো ভেতরে যে তিন জঙ্গি রয়েছে, তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে রাজি নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের জীবিত আটক করার চেষ্টা চালাচ্ছে।

তিনতলা বাড়ির অন্য বাসিন্দারা নিরাপদে আছেন কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দাদের নিরাপদে রাখা হয়েছে।

সূত্র : এনটিভি

সর্বশেষ - জাতীয়