পছন্দের ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে দল থেকে ছেড়ে দিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা। আইপিএলের ১৪তম আসরের নিলামের আগে অজি ক্রিকেটারকে দলের তালিকা থেকে বাদ দিয়েছে দলটির কতৃপক্ষ।
অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারে ভালো ক্রিকেট খেললেও গত আইপিএলে চরম ব্যর্থ হয়েছেন ম্যাক্সওয়েল। পুরো টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ১১৩ রান, মারতে পারেননি একটি ছক্কাও। তাই এই হার্ডহিটারকে বাদ দেওয়াটাকে ম্যাক্সওয়েলের জন্য ‘উচিত শিক্ষা’ হিসেবেই দেখা হচ্ছে।
ম্যাক্সওয়েল ছাড়াও ক্যারিবীয় বোলার শেলড্রন কট্রেল, কিউই তারকা জেমি নিশাম ও আফগান তারকা মুজিব-উর-রহমানকেও ছেড়ে দিয়েছে দলটি।
মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লির মত দলের হয়ে খেললেও ম্যাক্সওয়েলওকে সবাই চেনে ‘পাঞ্জাবের ম্যাক্সওয়েল’ বলেই। আইপিএলে নিজের সেরাটা এই দলের হয়েই দিয়েছেন অজি অলরাউন্ডার। ২০১৪ সালের আসরে ১৬ ম্যাচে ৫৫২ রান করে পাঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন তিনি, হাঁকিয়েছিলেন ৩৬টি ছক্কা। সেই ম্যাক্সওয়েলই এবারের পুরো আসরে একটি ছক্কাও মারতে পারেননি।
সুত্রঃ কালের কণ্ঠ