সোমবার , ১৪ ডিসেম্বর ২০২০ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খেলার মাঝেই নাসুমকে মারতে গেলেন মুশফিক!

Paris
ডিসেম্বর ১৪, ২০২০ ৫:৫৪ অপরাহ্ণ

ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। ম্যাচের শেষের দিকে ঢাকা যখন জয়ের দ্বারপ্রান্তে, তখন অধিনায়ক মুশফিককে দেখা গেল তারই দলের সতীর্থ নাসুম আহমেদের দিকে তেড়ে যেতে! আরেকটু হলে নাসুমের গায়ে বলটাই ছুড়ে মারেন আর কি! মুশফিকের এমন আচরণে সোশ্যাল সাইটে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সেটা ছিল ১৭তম ওভার। জয়ের জন্য বরিশালের দরকার ৪৫ রান। ওভারের শেষ বলটি অফস্টাম্পের বাইরে ফেলেন শফিকুল ইসলাম। শট নির্বাচনে গড়বড় করে আফিফ হোসেন শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন। বলটি ধরতে ছুটে আসছিলেন নাসুম। একইসঙ্গে উইকেটকিপার মুশফিকও ছুটছিলেন ক্যাচ ধরতে। কেউ কাউকে ক্যাচ ধরার ব্যাপারে ‘কল’ করেননি। মুশফিকই ক্যাচটা নেন। এরপরেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

হাফ সেঞ্চুরিয়ান আফিফের ক্যাচ নিয়ে মুশফিক নাসুমের গায়ে সেটি ছুড়ে মারার ভঙ্গি করেন। এরপর প্রচণ্ড রাগে কিছু বলছিলেন নাসুমকে। সতীর্থরা উইকেট  উদযাপনে এগিয়ে এলেও মুশফিকের রাগ কমছিল না। তিনি বকেই যাচ্ছিলেন। বেচারা নাসুম মাথা নিচু করে মন খারাপ করে সম্ভবত দুঃখপ্রকাশ করছিলেন। ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলছেন, হিট অফ দ্যা মোমেন্টে অনেক কিছুই হতে পারে। তাই বলে এক ম্যাচে দুইবার এমন আচরণ করে ঠিক করলেন মুশফিক?

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা