শনিবার , ১৭ ডিসেম্বর ২০১৬ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রোনালদোই রিয়ালের সর্বকালের সেরা

Paris
ডিসেম্বর ১৭, ২০১৬ ৮:৪৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ক্রিস্টিয়ানো রোনালদোকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা খেলোয়াড় বলে আখ্যায়িত করেছেন রিয়ালের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) গোল ডট কম’কে দেওয়া সাক্ষাতকারে তিনি এ আখ্যা দেন।

 

সম্প্রতি রোনালদোর পারফরম্যান্সের কথা উল্লেখ করে দেল বস্ক বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ ও ইউরো ফুটবলে দুর্দান্ত পারফরমেন্সের জন্যই রোনালদো ব্যালন ডি অ’র জিতেছে।’

‘রিয়ালে রোনালদোর আগে আলফ্রেড ডি স্টেফিনো, ফেরেনক পুসকাস, লুইস ফিগো, সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো, জিনেদিন জিদানের মতো বিশ্বসেরা সব খেলোয়াড়রা খেলেছেন। কিন্তু এদের সবার মধ্যে রিয়ালের ইতিহাসে রোনালদোই সেরা,’ যোগ করেন তিনি।

তবে রোনালদোকে সেরা বললেও দুঃখ প্রকাশ করেছেন আন্দ্রে ইনিয়েস্তাকে নিয়ে। কেননা দেশ ও ক্লাবের হয়ে দুর্দান্ত খেলেও আজ পর্যন্ত কোনো পদকের দেখা পাননি স্প্যানিশ এ মিডফিল্ডার। ‘ইনিয়েস্তা বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন। কিন্তু পরিতাপের বিষয় হলো সাংবাদিকরা এ বিষয়টি কখনওই তাদের বিবেচনায় নেয়নি এবং ব্যালন ডি অ’র জয়ে তাকে ভোট দেয়নি।’

গত ১৩ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশের ১৭৩ জন সাংবাদিকের ভোটে চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবল পুরস্কার ব্যালন ডি অ’র জিতেছেন রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা