বুধবার , ৯ ডিসেম্বর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কে এই চীনের মহাকাশজয়ী ‘বড় আপা’?

Paris
ডিসেম্বর ৯, ২০২০ ৬:২০ অপরাহ্ণ

চীনের নাগরিকদের কাছে অনুসরণীয় তিনি। সহকর্মীরা তাকে ‘বিগ সিস্টার’ বা ‘বড় আপা’ বলেই ডাকেন। তার নাম ঝৌ চেং ইউ, বয়স ২৪।

গত ১ ডিসেম্বর চাঁদের বুকে চীনের রকেট অবতরণ করে। চ্যাং-৫ মহাকাশযান চাঁদের অদেখা পৃষ্ঠে পদার্পণ করেছে। এ অভিযানের পেছনে রয়েছে তার বিশেষ অবদান, যা ইতোমধ্যে সাড়া ফেলেছে।

ঝৌ চেং ইউ ওয়েঞ্চ্যাং স্পেসক্র্যাফট লঞ্চ সাইটের কনিষ্ঠতম স্পেস কমান্ডার। কিন্তু তার কাজের পরিধির কারণে সম্মান করে তার সহকর্মীরা তাকে ওই ‘বড় আপা’ বলে ডাকেন। রকেট কানেক্টর সিস্টেম, যাকে পিভোটাল রোল নামেও ডাকা হয়, এর দায়িত্বে কাজ করেছেন তিনি।

 

চ্যাং-৫ এর সফল উৎক্ষেপণ হয় গত ২৩ নভেম্বর। এরপর ওই নারী নভোচারী ঝৌকের নাম উঠে আসে চীনের গণমাধ্যমে। অল্প বয়সে তার এমন সাফল্যের প্রশংসা চীনের সাধারণ নাগরিকদের মুখেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ‘অসাধারণ মেধা’র প্রশংসা করছেন তারা। বলছেন, তিনি  চীনের ‘গর্ব’।

ঝৌ চেং ইউ চীনের গুইঝৌ প্রদেশের বাসিন্দা। গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খ্যাতি নিয়ে তিনি তেমন উচ্ছ্বসিত নন। দেশটির বেশকিছু গণমাধ্যম তার সাক্ষাৎকার নিতে চেয়েছিল। কিন্তু তিনি সাক্ষাৎকার দেননি। ঝৌ চেং ইউ জানান, এত ‘লাইমলাইট’ এ এসে তিনি কাজের ব্যাঘাত ঘটুক, তা চান না।

চ্যাং-৫ মহাকাশযান যদি এই অভিযান সফল হয়, তবে গত ৪০ বছরের মধ্যে এটিই হবে চাঁদের প্রথম সফল অভিযান। আর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই খাতায় নাম লেখাবে চীন।

বিশ্বে ‘মহাকাশ সুপারপাওয়ার’ এর কাতারে আসার জন্য মূলত এই অভিযান চীনের বলে মনে করছেন অনেকে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক