বুধবার , ২৫ নভেম্বর ২০২০ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবার অ্যাম্বুলেন্স থেকে আহত ফিলিস্তিনিকে আটকের চেষ্টা

Paris
নভেম্বর ২৫, ২০২০ ১১:০৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ইসরায়েলি বাহিনী এবার ফিলিস্তিনের এক আহত ব্যক্তিকে আটকের চেষ্টা চালাল। ফিলিস্তিনের পশ্চিম তীরে রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্স থেকে ইসরায়েলি সেনারা এক ব্যক্তিকে জোরপূর্বক গ্রেপ্তার করে নিয়ে যেতে উদ্যত হয় বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর একটি গাড়িতে ওই ব্যক্তিকে উঠানোর চেষ্টা করা হচ্ছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়।

জানা গেছে, আহত ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করতে গিয়েই আহত হন। মঙ্গলবারে জর্দান উপত্যকার নিকটবর্তী ফিলিস্তিনি বসতি উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছিলেন এই ব্যক্তি। ফিলিস্তিানের স্বস্থ্য মন্ত্রণালয় এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন।  ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা এ ঘটনা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবারে ফিলিস্তিনি বসতি উচ্ছেদকে কেন্দ্র করে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ তৈরি হয় এবং এতে ২৪ জন ফিলিস্তিনি আহত হয় বলে জানা গেছে। উল্লেখ্য, ৬০ হাজার ফিলিস্তিনির বসতি থাকা পশ্চিম তীরের তিন-পঞ্চমাংশ এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। ইসরায়েল নতুন করে  বসতি উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি আরও বাড়াতে চাইছে। সূত্র: আল জাজিরা।

 

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক