সোমবার , ৯ নভেম্বর ২০২০ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিয়ানমারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি সু চির দলের

Paris
নভেম্বর ৯, ২০২০ ৫:৫৩ অপরাহ্ণ

মিয়ানমারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশির ভাগ আসনে তারা জয় পেয়েছে বলে সোমবার দাবি করে দলটি।

দেশটিতে এটি দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক নির্বাচন। ২০১১ সালে সেনাশাসনের কবল থেকে বেরিয়েছিল দেশটি। স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছে যে, বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে।

রয়টার্সকে এনএলডির মুখপাত্র মিও নিন্ত বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে, অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্লামেন্টে ৩২২ আসনে জয় পেয়েছে। যদিও দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেনি। মিও নিন্ত বলেন, আমার সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই। জনগণেরজন্য, দলের জন্য এটি উৎসাহজনক নির্বাচনের ফলাফল।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, দেশটির নির্বাচন কমিশন সোমবারের পর সরকারি ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। রবিবারের নির্বাচনকে দেশটির নেত্রী অং সান সু চির এনএলডি নেতৃত্বাধীন নব্য-গণতান্ত্রিক সরকারের প্রতি গণভোট হিসেবে দেখা হচ্ছে।

 

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক