মারকুটে ব্যাটসম্যান খুশদিল শাহ নতুন এক রেকর্ড গড়লেন। পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড গড়েন তিনি।
শুক্রবার রাতে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সিন্ধ এর বিপক্ষে সাউদার্ন পাঞ্জাবের হয়ে এই রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী এই তরুণ। সেঞ্চুরি করতে তিনি খেলেছেন মাত্র ৩৫ বল। এই ইনিংসের মধ্যে রয়েছে ৮ চার আর ৯ ছক্কা। পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের এটাই দ্রুততম এবং বিশ্বে পঞ্চম দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।
এর আগে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডটি ছিল আহমেদ শেহজাদের। ২০১২ সালে বিপিএলে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন মারকুটে এই ওপেনার।
বিশ্বে খুশদিলের চেয়ে কম বলে টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড আছে চারটি। ৩০ বলে সেঞ্চুরি করে ক্রিস গেইল এই তালিকায় সবার ওপরে। ৩২ বলে রিশাভ পান্ত, ৩৩ বলে উইহান লুবে এবং ৩৪ বলে সেঞ্চুরি আছে অ্যান্ড্রু সাইমন্ডসের।
এছাড়া খুশদিলের মতো ৩৫ বলে সেঞ্চুুরি করার রেকর্ড আছে দুজনের। তারা হলেন, ভারতের রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন