বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফের যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

Paris
অক্টোবর ১, ২০২০ ১:৪০ অপরাহ্ণ

ফের যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ ছাড়ছেন তিনি।

জাতীয় দলের ক্রিকেটারদের বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্বে থাকা ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর সাকিব আল হাসানের সাজা মুক্তির দিন। তাই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবকে মাঠে ফেরানোর পরিকল্পনা নিয়েছিলেন বিসিবি কর্মকর্তারা।

সে জন্য গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেই বিকেএসপিতে নিবিড় অনুশীলনে ব্যস্ত ছিলেন সাকিব।

কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশ দলের শ্রীলংকা সফর স্থগিত হয়ে যাওয়ায় আশায় গুঁড়েবালি পড়ে।

এখন সিরিজ বাতিল হয়ে যাওয়ায় আর দেশে থাকছেন না সাকিব। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্ত্রী উম্মে আহমেদ শিশির ও দুই মেয়ের কাছে চলে যাচ্ছেন সাকিব।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা