শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২০ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এক ম্যাচেই ‘খলনায়ক’ হলেন কোহলি

Paris
সেপ্টেম্বর ২৫, ২০২০ ১২:৫৫ অপরাহ্ণ

পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল একাই উড়িয়ে দিলেন ব্যাঙ্গালুরুকে।

 

দলে রাহুলের একার সংগ্রহ পূরণ করতেই সব উইকেট হারিয়ে ফেলে ব্যাঙ্গালুরু।

বৃহস্পতিবার দুবাইয়ে আইপিএলের ষষ্ঠ ম্যাচে উইকেটকিপার-ব্যাটসম্যান রাহুলের মাত্র ৬৯ বলে করেন ১৩২ রান। তার রানের ওপর ভর করে ২০৭ রানের লক্ষ্য ছুড়ে পাঞ্জাব।

জবাবে কোহলি, ফিঞ্চ ও ডি ভিলিয়ার্সসহ ব্যাঙ্গালুরুর সবাই মিলে করেন ১০৯ রান।

এই ম্যাচে শুধু হারই নয় ‘খলনায়ক’-এ পরিণত হয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। কারণ দুই-দুবার লোকেশ রাহুলের ক্যাচ ফেলে দেন তিনি।

২০২০ আইপিএলের প্রথম সেঞ্চুরিটাই করতে পারতেন না লোকেশ রাহুল, যদি না কোহলির ব্যর্থতায় ৮৩ রানে ‘জীবন’ পেতেন।

৮৯ রানেও একই ভুল করেন কোহলি। দ্বিতীয়বার ‘জীবন’ পান রাহুল। আর দ্বিতীয়বার বেঁচে গিয়ে সেই রাহুল আরও ৪৩ রান করেন মাত্র ১৪ বলে।

সে হিসাবে টস হেরে ব্যাট করতে নাম পাঞ্জাবের স্কোর বড় জোর ১৭০ কিংবা ১৭৫ হতে পারত। কোহলির ওই দুটি ক্যাচ মিস্ পাঞ্জাবকে পৌঁছে দেয় ২০৬-এ, যা তারা ৩ উইকেট হারিয়ে করে।

আর রানের পাহাড় তাড়া করতে নেমে পাঞ্জাব বোলারদের কাছে একের পর এক ধরাশায়ী হয় ব্যাঙ্গালুরু।

বাজে ফিল্ডিং প্রদর্শনের পর বাজে আউট হয়ে দেখান কোহলি। তিনি করেছেন মাত্র ১ রান।

গতকালের ম্যাচে এমন পারফরম্যান্স দেখিয়ে রীতিমতো ‘খলনায়ক’ বনে গেছেন কোহলি।

অবশ্য ম্যাচশেষে অবলীলায় সে কথা স্বীকার করেছেন ব্যাঙ্গালুরু ক্যাপ্টেন।

পুরস্কার বিতরণী মঞ্চে এসে কোন অজুহাত কোহলি অকপটে স্বীকার করেন, ‘সামনে দাঁড়িয়ে এই হারের দায় আমাকেই নিতে হবে। আমরা যদি ওদের ১৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তা হলে ব্যাটিংয়ে শুরু থেকে এতটা চাপ আসত না। ওই দুটি সুযোগের ক্ষেত্রে আমার সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়া উচিত ছিল, এমনকি পরে ব্যাট হাতেও। আমাদের উচিত ছিল চাপকে ছুড়ে ফেলে দেয়া। কিন্তু আমরা পারিনি। আমাদের এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।’

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা