মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কলেজছাত্র সোহাগ হত্যায় ২ জন গ্রেফতার

Paris
সেপ্টেম্বর ২২, ২০২০ ১:১২ অপরাহ্ণ

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এলাকায় কলেজছাত্র মো. সোহাগ (২০) হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজন হলেন- রাসেল (২০) ও হৃদয় (২২)। এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট পাঁচজন গ্রেফতার করল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় করা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

র‍্যাব সদর দফতরের সহকারী পুলিশ সুপার গণমাধ্যম শাখার সুজয় সরকার গণমাধ্যমকে জানান, গত ২৭ আগস্ট উত্তরখানের রাজাবাড়ি এলাকা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন সোহাগ। এ সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি হৃদয় ও রেদোয়ানের গায়ে লাগে।

এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় রিকশাচালককে মারধর করে। রিকশাচালককে মারধরের প্রতিবাদ জানান সোহাগ। পরে হৃদয় ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহাগকে ছুরিকাঘাতে খুন করে।

উত্তরা কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন সোহাগ।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়