সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইপিএল : এবার দিল্লি ক্যাপিটালসে করোনার হানা

Paris
সেপ্টেম্বর ৭, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ

চেন্নাই সুপার কিংসের পর এবার দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনাভাইরাস। দলের সহকারী ফিজিওথেরাপিস্টের শরীরে এই মারণভাইরাস ধরা পড়েছে। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুবাইয়ে পৌঁছানোর পর সেই ব্যক্তির প্রথম দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তৃতীয় পরীক্ষার ফল পজিটিভ আসে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দুবাই পৌঁছানোর পর আমাদের ফিজিওথেরাপিস্ট কোনো ক্রিকেটারের কাছাকাছি আসেনি। তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর আরো দুটি করোনা পরীক্ষায় তাকে পাস করতে হবে। আশা করা যায়, ১৪ দিনের মধ্যেই সে সুস্থ হয়ে ফিরবে।’

এর আগে চেন্নাই সুপার কিংসের দুই ক্রিকেটারসহ ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। চেন্নাইয়ের পর দিল্লি শিবিরেও করোনার হানা বাকি দলগুলোর মধ্যেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফুরফুরে মেজাজে আছে। অবশ্য দুবাই গিয়েই দলের সবার প্রতি কড়া বার্তা দিয়ে কোহলি বলেছিলেন, করোনাবিধি ভাঙলেই দল থেকে বাদ।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা