সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি করবে রাসেল’

Paris
সেপ্টেম্বর ৭, ২০২০ ৪:০৮ অপরাহ্ণ

একটা সময় ওয়ানডে ফরম্যাটেই ডাবল সেঞ্চুরির কথা ভাবা যেত না। সাঈদ আনোয়ারের ১৯৪ দেড় বছর রাজত্ব করেছে। শচীন টেন্ডুলকার এসে ইতিহাসের প্রথম ডাবল হাঁকানোর পর রোহিত শর্মারা তো ডাবল সেঞ্চুরিকে ডালভাত বানিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন উঠেছে, ২০ ওভারের ক্রিকেটেও কি ডাবল সেঞ্চুরি সম্ভব? পাঠকের কাছে এই মুহূর্তে চিন্তাটা হাস্যকর মনে হতে পারে। কিন্তু ডেভিড হাসির ধারণা, প্রায় অসম্ভব মনে হওয়া এ কাজটা একমাত্র করতে পারেন আন্দ্রে রাসেল।

উইন্ডিজ মানেই টি-টোয়েন্টি ক্রিকেট। ক্রিস গেইল-আন্দ্রে রাসেলদের মতো মহাতারকারা টি-টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করে বেড়াচ্ছেন। ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল ক্যারিয়ারের অন্তিম সময়ে থাকলেও আন্দ্রে রাসেল ঝড় তুলে যাচ্ছেন। গত আইপিএলে ১৩ ইনিংসে ৫৬.৬৬ গড়ে করেছেন ৫১০ রান। স্ট্রাইকরেট, ২০৫! বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এ কারণেই দলের পরামর্শক হাসি ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম তিনে নামাতে চান রাসেলকে।

রাসেলকে তিনে নামানোর পক্ষে যুক্তি দিয়ে হাসি বলেন, ‘যদি দলের ভালো হয় এবং আমাদের সেটা ম্যাচ জেতায়; কেন নয়? যদি আন্দ্রে রাসেল তিনে নামে আর ৬০ বল খেলে, তাহলে হয়তো সে ডাবল সেঞ্চুরি করে বসবে। রাসেলের ক্ষেত্রে যেকোনো কিছুই ঘটতে পারে। সে অসাধারণ খেলোয়াড়। সেই দলের হৃৎস্পন্দন। আমাদের দারুণ গোছানো একটা দল আছে। সবাই বিভিন্ন পজিশনে খেলতে পারে। দলের স্বার্থে রাসেলও ওপরের দিকে নামতে আপত্তি করবে না।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা