বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০১৬ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা

Paris
ডিসেম্বর ১, ২০১৬ ৪:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার আজ শেষ দিন। সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা তাদের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আসছেন মনোনয়ন পত্র জমা দিতে। আর তাই সকাল থেকেই নির্বাচন অফিসের সামনে দেখা গেছে বিভিন্ন নেতাকর্মীদের ভীড়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়া যবে। ৩ ও ৪ ডিসেম্বর বাছাই হবে। প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ এর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ১৭১ জন। চেয়ারম্যান আসন ১টি , সাধারণ সদস্য আসন ১৫টি এবং সংরক্ষিত মহিলা আসন ৫টি।
এসব আসনের জন্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এবারে নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন তুলেছেন তিনজন। এরা হলেন আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী মাহবুরজ্জামান ভুলু, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার এবং অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
এছাড়াও সাধারণ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র তুলেছেন ৪২ জন প্রার্থী এবং সংরক্ষিত আসনে তুলেছেন ১৩ জন।
15300563_1841066792849091_631718737_n-copy
বেলা সাড়ে ১২টার দিকে থানা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামাণিক সিল্কসিটি নিউজকে  জানান, বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত চেয়ারম্যান পদের তিনজনের মধ্যে মাহবুরজ্জামান ভুলু মনোনয়ন দাখিল করেছেন। তাছাড়া সাধারণ সদস্য পদে ১০জন ও সংরক্ষিত নারীতে ২ জন জমা দিয়েছেন।
সদস্য পদে মনোনয়ন দাখিলকৃত ৯ নং ওয়ার্ডের প্রার্থী গোলাম ফারুক বলেন, আশা করছি এবারে নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করব। নির্বাচনের আগে ছিলাম জনগনের সাথে পরবর্তীতেও আমি তাদের জন্য কাজ করে যেতে চাই।
এ সময় মাহবুরজ্জামান ভুলু সিল্কসিটি নিউজকে বলেন, আমি গত ৫ বছর তেমন কাজ করতে পরিনি। এবার আসলে আমি সাধারণের জন্য কাজ করবো।
তিনি বলেন, আর যারা স্বতন্ত্র তারা যদি আওয়ামী লীগকে ভালোবাসে তাহলে নির্বাচন থেকে সরে দাড়াবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সম্মান জানাবে। আর যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে পারেনি তারা শেষ পর্যন্ত নির্বাচন করবে।
স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর