বৃহস্পতিবার , ১৮ জুন ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশের ২ হটস্পটে করোনা পরীক্ষা বন্ধ

Paris
জুন ১৮, ২০২০ ১১:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা সংক্রমণের হটস্পট হয়ে ওঠা দুইটি জেলায় করোনা পরীক্ষার ল্যাব বন্ধ হয়ে গেছে। এই দুইটি জেলা হলো নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ। কারিগরি ত্রুটি এবং টেস্ট কিট সংকটের কারণে এই দুই জেলার দুটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার (১৭ জুন) রাতে ময়মনসিংহের সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, ময়মনসিংহে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে। কারিগরি ত্রুটি ও নতুন টেস্ট কিট না আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে নারায়ণগঞ্জে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে কিট সংকট দেখা দিয়েছে। এতে বুধবার (১৭ জুন) ল্যাবটিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। কবে নাগাদ পরীক্ষা আবার শুরু হবে সেটাও সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছেন না।

সংশ্লিষ্টরা জানান, গত ৬ মে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্ধারিত নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে সরকার পিসিআর ল্যাব স্থাপন করে। শুরুর দিকে ল্যাবটিতে শ’খানেক নমুনা পরীক্ষা হলেও পরবর্তীতে পৌনে ৩‘শটিতে পৌঁছায়। কিন্তু টেস্ট কিট না থাকায় কাল থেকে সেই পরীক্ষা বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিনটি মেশিনে প্রতিদিন সর্বোচ্চ আট ধাপে ৭৫২টি নমুনা পরীক্ষা সম্ভব হতো। এ পর্যন্ত এই ল্যাবে মার্চের শুরু থেকে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষা শেষে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২ হাজার ২০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কিন্তু আজ থেকেই রি পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

প্রসঙ্গত যে, আইইডিসিআর এর হিসেব অনুযায়ী নারায়ণগঞ্জে করোনা রোগী আছেন ৩ হাজার৬৫ জন। আর ময়মনসিংহে বর্তমানে করোনা আক্রান্ত ৮৭৮ জন।

স/রা

সর্বশেষ - সব খবর