করোনা নিয়ে উত্তেজনার মধ্যেই চীনে অস্ট্রেলীয় নাগরিকের মৃত্যুদণ্ড

চীনে এক অস্ট্রেলীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছেন।

এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়বে বলে ধারনা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স ও আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় জানায়, ওই নাগরিককে তারা কনস্যুলার সুবিধা দিচ্ছেন। তবে তার পরিচয় শনাক্ত করা হয়নি।

তবে দুই দেশের গণমাধ্যম তাকে ক্যাম গিলিসপি নামে পরিচয় দিয়েছে। দক্ষিণ চীনে মাদক পাচারের অভিযোগে সাত বছর আগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

তবে এ নিয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্যাম গিলিসপির পরিবারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অস্ট্রেলীয় পররাষ্ট্র দফতর জানিয়েছে, তার মামলার ক্ষেত্রে যে রায় দেয়া হয়েছে, তাতে আমরা গভীর মর্মাহত।

এক বিবৃতিতে তারা বলেন, আমরা সবসময়ই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছি। আমরা বৈশ্বিকভাবে মৃত্যুদণ্ডের বিলোপ চাচ্ছি।

করোনাভাইরাসের উৎস বের করতে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল অস্ট্রেলিয়া। এরপরেই চীনের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি চলছে।

 

সুত্রঃ যুগান্তর