শনিবার , ৬ জুন ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে করোনা আক্রান্তের মিথ্যা খবর ছড়ানোয় দু’পক্ষের মধ্যে মারামারি

Paris
জুন ৬, ২০২০ ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার জনৈক বাসিন্দা মানিকের বিরুদ্ধে করোনা আক্রান্তের মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সাথে মারামারির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল তিনটার দিকের ওই এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে এই মারামারি ঘটনায় যার বিরুদ্ধে করোনা আক্রান্তের মিথ্যা অভিযোগ রাটানো হয়েছে তিনি ও তার ছেলে আহত হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে বোয়ালিয়া থানার এসআই মতিন জানান, দরগাপাড়ার বাসিন্দা মানিকের বিরুদ্ধে স্থানীয়রা অপবাদ ছড়িয়েছে যে তিনি করোনায় আক্রান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে আজ (শনিবার) দুপুরে মানিক ও তার ছেলে শাকিল স্থানীয় আরেক বাসিন্দা সালাউদ্দিন ও তার ছেলে শাহিনকে সন্দেহ করে ও উভয় পক্ষের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। মারামারিতে যে পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালন হয়েছে অর্থাৎ মানিক ও তার ছেলে শাকিল মার খায়।

এনিয়ে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর