বুধবার , ২০ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইংল্যান্ড অবশ্যই বাংলাদেশ সফর করবে: মাশরাফি

Paris
জুলাই ২০, ২০১৬ ৭:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘বাংলাদেশ গত ৫ মাস কোনো সিরিজ খেলেনি। দেশবাসী চায় ইংলিশরা বাংলাদেশে আসুক। আগেও তারা অনূর্ধ্ব ১৯ দল পাঠিয়েছে। আমি আশাবাদী ইংল্যান্ড দল অবশ্যই আসবে। আর যথাসময়েই সিরিজ মাঠে গড়াবে।’
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন শেষে এমন আশাবাদই ব্যক্ত করেন বাংলাদেশ ওয়ানডে দলের দলনেতা মাশরাফি বিন মর্তুজা।
এদিকে কঠিন নিরাপত্তার বাধা পেরিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হয় খেলোয়াড় ও গণমাধ্যম কর্মীদের। স্টেডিয়ামজুড়ে এমন নিরাপত্তা নিয়ে মাশরাফি বলেন, ‘এটাতে আমি খারাপ কিছু দেখছি না। ভালো একটা উদ্যোগ। আমরা আমাদের মতো অনুশীলন করছি। নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নই।’
ইংল্যান্ড কী নিরাপত্তার কারণে বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলছে না এমন এক প্রশ্নের জবাবে টাইগার দলপতি বলেন, ‘অতীতেও বিদেশী দলকে কঠোর নিরাপত্তা দেয়া হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। আশা করছি ইংল্যান্ড দল সর্বোচ্চ নিরাপত্তাই পাবে।’
প্রায় পাঁচ মাস কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। এই দীর্ঘ সময় মাঠে না থাকার কারণে ক্রিকেটারদের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কি?

উত্তরে অনেকটা হাসিমুখেই মাশরাফি বলেন, ‘না, সবাই বেশ ভালোই আছে। আগের মতোই মনে হচ্ছে। ক্রিকেটের মধ্যেই তাদের মন-প্রাণ।’
কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন ব্যক্তিগত কারণে এখনও বাংলাদেশে আসেনি। তাঁর অনুপস্থিত কোনো সমস্যায় ফেলছে না? ‘কোনো ঘাটতি দেখছি না। দলের সবাই বেশ ফুরফুরে। ফিটনেসও ভালো মনে হচ্ছে।’
ইংল্যান্ড দল আসার দিনক্ষণ এখনও ঠিক না হলেও আমরা আমাদের প্রস্তুত করছি। তারা আসবে কি আসবে না এটা নিয়ে ভাবার সময় নেই এমনটি উল্লেখ করে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় এই অধিনায়ক বলেন, ‘আমরা নিজেদের শতভাগ প্রস্তুত করছি। ইংল্যান্ড দল আসবে কি আসবে না এটা ভাবলে চলে না। তবে তারা আসবে এটাই চাই।’
শাহরিয়ার নাফিস ও রকিবুল হাসান জাতীয় দলে জায়গা পেল এটা ভালো দিক। নাফিস ও রকিব ভালো খেলেই এ পর্যায়ে এসেছে। তারা ইতোমধ্যে প্রথম ধাপ অতিক্রম করেছে। এটা সত্যিই বাংলাদেশ দলের জন্য মঙ্গলজনক।’
এর আগে বুধবার সকাল থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলামের অধীনেই অনুশীলন করেছেন মাশরাফিরা। তাঁর সহকারী হিসেবে ছিলেন আরেক ট্রেনার তুষার কান্তি হালদার।
তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান কাউন্টি খেলতে আজ সকাল ১০টায় ঢাকা ত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণে টাইগারদের অনুশীলন ক্যাম্পে উপস্থিত হতে পারেননি কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আগস্টের শুরুতে বিদেশি স্টাফরা ঢাকায় আসার কথা রয়েছে। ব্যক্তিগত কারণেই মারিও ঢাকায় ফেরার তারিখ পিছিয়েছেন।’
উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পর থেকেই বিদেশি স্টাফদের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। যার ফলে পারিবারিক কারণ দেখিয়ে চাকরিও ছেড়েছেন বিসিবির ক্রিকেট ডেভেলপম্যান্টের ফিজিওথেরাপিস্ট ব্রেট হ্যারপ।

সূত্র: আলোকিত বাংলাদেশ

সর্বশেষ - খেলা