মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২০ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা দিয়েছেন মহিলা টিটিসি‘র অধ্যক্ষ

Paris
এপ্রিল ২১, ২০২০ ৯:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা দিয়েছেন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (মহিলা টিটিসি) অধ্যক্ষ মো. নাজমুল হক। ব্যক্তিগত তহবিল থেকে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নগর ভবনে মেয়রের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

এব্যাপারে মহিলা টিটিসি‘র অধ্যক্ষ মোঃ নাজমুল হক বলেন, মেয়র মহোদয় করোনা মোকাবেলা ও করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের মুখে খাবার তুলে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া সামর্থ্যবান নাগরিকদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন। মেয়র মহোদয়ের আহ্বানে আমি ব্যক্তিগতভাবে ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা প্রদান করলাম। অসহায় মানুষদের জন্যে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা উচিত।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর