রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২০ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

Paris
ফেব্রুয়ারি ২, ২০২০ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
লুডু খেলার জেরে নওগাঁয় প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান আলী (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে আহতাবস্থায় ওই যুবককে নওগাঁ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নিহত হাসান আলী নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের ওসমান আলীর ছেলে।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী সোহেল রানা (২০) পলাতক রয়েছে। সে একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. সরোয়ার্দী হোসেন জানান, রবিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা (সিও অফিস) মোড়ে লুডু খেলাকে কেন্দ্র করে হাসান ও সোহেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে হাসান আলীকে ধরালো ছুরি দিয়ে আঘাত করে সোহেল রানা। পরে অবস্থা গুরুতর হলে হাসান আলীকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে সোহেল রানা বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে।’
স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর