রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তামিমের ক্যারিয়ার সেরা ইনিংস অসাধারণ: মুমিনুল

Paris
ফেব্রুয়ারি ২, ২০২০ ১০:৩৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে গড়িয়েছে শুক্রবার। শনিবার দ্বিতীয় দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস (২২২*) খেলে অপরাজিত আছেন তামিম ইকবাল। সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হকও (১১১)।

এদিন এ দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে পিষ্ট হয়েছেন মধ্যাঞ্চলের বোলাররা। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে পূর্বাঞ্চল। দ্বিতীয় উইকেট জুটিতে ২৯৬ রান যোগ করেন তামিম-মুমিনুল। খুব কাছ থেকে সতীর্থের ব্যাটিং দেখেন দলীয় অধিনায়ক। দিন শেষে ড্যাশিং ওপেনারের ইনিংসটাকে তাই অসাধারণ বলে অ্যাখ্যায়িত করেন তিনি।

মুমিনুল বলেন, যারা সামনে থেকে দেখেছেন, আপনারা ছিলেন কি-না জানি না। কিন্তু আমি দেখেছি। আমি বলব আউটস্ট্যান্ডিং ইনিংস।

বিসিএলের প্রথম রাউন্ডের শুরু থেকেই শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট স্লো। একে কাজে লাগিয়ে প্রথম দিন নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করে মধ্যাঞ্চলকে ২১৩ রানে গুটিয়ে দেয় পূর্বাঞ্চল। তবে মুমিনুল মনে করেন, তাদের বিপক্ষে পরিকল্পনা মতো বল করতে পারেননি মধ্যাঞ্চলের বোলাররা। তার ধারণা, ওই একাদশে খুব বেশি টেস্ট বোলার নেই, তাই ভুগছে তারা।

মুমিনুলের কথায়, গতকাল উইকেট একটু স্লো ছিল। আজও একটু মন্থর। কিন্তু আগামীকাল থেকে একটু ভালো হতে পারে। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছি। আমাদের একাদশে টেস্ট বোলার ছিল। তাদের দলে তেমন টেস্ট বোলার নেই। এক্ষেত্রে ওদের ঘাটতি আছে। নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে বল করতে পারেনি। যেটা আমরা পেরেছি।

সর্বশেষ - খেলা