সিল্কসিটিনিউজ ডেস্ক:
জমির মৌজা ম্যাপ ও খতিয়ান পেয়ে ভোগান্তির লাঘব হচ্ছে। শিগগির এগুলো ওয়েবসাইটে দেখা যাবে। মাত্র ৪৫ টাকা মোবাইল কিংবা অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করলে সরাসরি কিংবা ডাকযোগে ৭২ ঘণ্টার মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সত্যায়িত কপি পাওয়া যাবে।
বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ শীর্ষক ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুম উদ্বোধন করার সময় এ তথ্য জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
সাত দিনের মধ্যে নামজারি করা হবে জানিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, ছয় মাসের মধ্যে দেশের সব জেলার ভার্চুয়াল রেকর্ড রুম চালু হবে। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা কালেক্টরেট ভার্চুয়াল রেকর্ড রুম নতুন বছরে ঢাকা জেলার অধিবাসীদের জন্য ভূমি মন্ত্রণালয়ের উপহার। নামজারিও যেন সাত দিনের মধ্যে করা যায় সে ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া হবে।