সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনজন সাঁওতালের হাতকড়া খুলে দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরিয়ে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহা পরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রংপুরের ডিআইজি, গাইবান্ধার পুলিশ সুপারসহ পাঁচজনকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত তিনজন সাঁওতালকে কোমরে দড়ি বেঁধে ও হাতকড়া পরিয়ে হাসপাতালে চিকিৎসা দেবার খবর গণমাধ্যমে প্রকাশ হবার পর হাই কোর্টে এই রিট আবেদন করেন সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
৬ই নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল অধ্যুষিত গ্রামে ঐ সংঘর্ষে দুইজন নিহত এবং কয়েকজন গুলিবিদ্ধ হন।
সূত্র: বিবিসি বাংলা