শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কুম্বলের সঙ্গে ছবি পোস্ট করে ফের ‘ট্রোলড’ শাস্ত্রী

Paris
নভেম্বর ২৯, ২০১৯ ৯:০৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় এখন নিয়মিত ট্রোলড হচ্ছেন ভারতের জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট উপলক্ষে অনিল কুম্বলের সঙ্গে তোলা ছবি পোস্ট করার পরও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

বুধবার কুম্বলের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন শাস্ত্রী। ছবিতে ছিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও। ছবিতে দেখা যাচ্ছে তিনজনে হাসছেন। এই ছবি পোস্ট করে শাস্ত্রী দেশের অন্যতম ‘গ্রেটেস্ট’ হিসেবে চিহ্নিত করেছেন কুম্বলেকে। তাঁকে ট্যাগও করেছেন তিনি। আর এই ব্যাপারেই এখন ট্রোলড হচ্ছেন তিনি।

২০১৬ সালের ২৪ জুন জাতীয় দলের প্রধান কোচ হয়েছিলেন অনিল কুম্বলে। কিন্তু তাঁর মেয়াদ এক বছরের বেশি স্থায়ী হয়নি। ২০১৭ সালে ইংল্যান্ডে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক ঠিক না থাকাকে কারণ হিসেবে দেখিয়ে পদত্যাগ করেন কুম্বলে। সেই শূন্যস্থানে ফের কোচ হিসেবে নিযুক্ত হন শাস্ত্রী। যদিও ২০১৬ সালে ইন্টারভিউ দিয়েই শাস্ত্রীকে টপকে প্রধান কোচ হয়েছিলেন কুম্বলে।

সর্বশেষ - খেলা