মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘার নারী গার্মেন্টেস কর্মী ৫ দিন থেকে নিখোঁজ, পরিবাদের দাবি অপহরণ

Paris
নভেম্বর ১৯, ২০১৯ ১১:০৮ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় শান্তনা আক্তার আখি নামের এক নারী গার্মেন্টেস কর্মী ৫ দিন থেকে নিখোঁজ রয়েছে। পরিবাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় আখির মা শেলীনা আক্তার বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আখি বাঘা উপজেলার আড়ানী এলাকার সেন্টু ইসলামের স্ত্রী।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বাঘা উপজেলার আড়ানী এলাকার সেন্টু ইসলামের স্ত্রী শান্তনা আক্তার আখি (১৯) নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার আমেনা গর্মেন্টেসে চাকরী করে। সে গত ১৬ নভেম্বর সকাল ৮টার দিকে গর্মেন্টেসে যাওয়ার সময় নিখোঁজ হয়। বিভিন্নস্থানে খোঁজ খবর নিয়ে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শান্তনা আক্তার আখির মা শেলীনা আক্তার বলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার ইসলামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আশরাফুল ইসলামের সাথে আমার মেয়ের পরিচয় হয়। এই পরিচয়ের পর থেকে আখিকে রাস্তায় মাঝে মধ্যে আজেবাজে কথা বলতো। এ বিষয়ে আশরাফুলকে বুঝানোর চেষ্টা করি। তারপর আরো ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপরহরণ করে নিয়ে যাওয়ার হুমিক দেয়া হয়। ফলে এ ঘটনায় আমি বাদি হয়ে পরের দিন আশরাফুলকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

ফতুল্লা মডেল থানায় অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান (২) বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর