নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে কাত্যায়নী পূজা। গতকাল থেকে শুরু হওয়া এ পূজা চলবে ৫ দিন।
পূজা উপলক্ষে শহরের চাকলাপাড়া, হামদহ, পার্কপাড়া সহ জেলার বিভিন্ন মন্দির সাজানো হয়েছে বর্ণিল সাজে। জেলার ৪৯ টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা।
পূজামন্ডপ গুলোতে করা হয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। মা কাত্যায়নী অশুভ শক্তি অসূর নিধন করে স্বর্গ থেকে বটবৃক্ষের মাঝ থেকে তার ছেলে মেয়েদের নিয়ে মর্তলোকে এসেছেন।
এ পূজায় দেবী দূর্গার আরাধনার মাধ্যমে কৃষ্ণের সান্নিধ্য পাওয়া যায় বলে জানান আয়োজকরা।
স/শ