শুক্রবার , ৪ নভেম্বর ২০১৬ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে বোর্ডিং স্কুলের ১২ ছাত্রীকে ধর্ষণ: ৭ শিক্ষক গ্রেফতার

Paris
নভেম্বর ৪, ২০১৬ ৬:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রে একটি আবাসিক স্কুলের অন্তত ১২ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭ জন শিক্ষক সহ মোট এগারোজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতদের মধ্যে স্কুলটির প্রধান শিক্ষকও রয়েছেন।

আরও কয়েকজন শিক্ষককে গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

মুম্বই থেকে ৪৫০ কিলোমিটার দূরের বুলদানা জেলায় নিনাধি আশ্রম নামের ওই বেসরকারী আবাসিক স্কুলে আদিবাসী ছাত্রীরা পড়াশোনা করে।

যাদের ধর্ষন করা হয়েছে বলে অভিযোগ, তারা সবাই ১২ থেকে ১৪ বছর বয়সী।

সম্প্রতি দিওয়ালির ছুটিতে ছাত্রীরা বাড়ি গিয়েছিল। জলগাঁও জেলার হালখেড়া গ্রামের তিন ছাত্রীও ওই স্কুলে পড়ে। অন্যান্যদের মতো ছুটোছুটি না করে চুপচাপ বসেছিল দেখে তাদের আত্মীয়স্বজনরা জানতে চান কী হয়েছে। তখন ওই ছাত্রীরা জানায় তাদের পেটে ব্যথা, ভেতরে একটা ভারী কিছু আছে বলে মনে হয় সবসময়ে।

ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে দেখা যায় তারা সন্তানসম্ভবা।

তখনই ধর্ষণের ঘটনাটি জানা যায়। প্রথমে জলগাঁও জেলার পুলিশ এবং তারপরে বুলদানা জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়।

মহারাষ্ট্রের পুলিশ মহানির্দেশক সতীশ মাথুর আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “৭ জন শিক্ষক এবং ৪ জন অশিক্ষক কর্মচারী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। ঘটনার তদন্তে ৬ জন অফিসারকে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল তৈরী করা হয়েছে।”

অন্যদিকে যে ছাত্রীদের ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তাদের চিকিৎসার জন্য আকোলা জেলার একটি হাসপাতালে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র: বিবিসি

সর্বশেষ - আন্তর্জাতিক