মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০১৯ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় ফাজিল পরীক্ষায় ১৩ পরীক্ষার্থী বহিস্কার

Paris
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৯:০০ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি:
চলতি ফাজিল পাশ পরীক্ষায় ভবানীগঞ্জ ইসলামীয় ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের অসুদপায় অবলম্বনের দায়ে ১৩ পরীক্ষার্থীকে বহিস্কার করেছেন বাগমারার নবাগত ইউএনও শরিফ আহম্মেদ।

ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, বাগমারায় নবাগত ইউএনও হিসাবে রোববার বাগমায় যোগদান করেন শরিফ আহম্মেদ। পরদিন সোমবার অফিস চলাকালীন সময়ে ইউএনও জানতে পারেন তার অফিস সংলগ্ন ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসায় ফিকাহ ও দাওয়াহ বিষয়ে পরীক্ষায় ব্যাপক নকল হচ্ছে। এ খবর পাওয়া মাত্রই ইউএনও ওই কেন্দ্রে ঝটিকা অভিযান শুরু করেন।

এ সময় ইউএনও কেন্দ্রে প্রবেশ করে ১৩ জন পরীক্ষার্থীকে বই খুলে লেখার সময় হাতেনাতে ধরে ফেলেন। পরে ইউএনও এই ১৩ জন পরীক্ষার্থীকে বহিস্কার করে নোটিশ জারি করার জন্য কেন্দ্র সচিব অধ্যক্ষ জিল্লুর রহমানকে নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে বাগমারার নবাগত ইউএনও এবং প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জানান, বাগমারার কোন কোন কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হয় এবং যে সকল শিক্ষকরা নকলে সহযোগিতা করে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে । তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর